স্টাফ রিপোর্টার::
র্যাব-৯ এর অভিযানে ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স ও নাসির বিড়ি সহ চোরাকারবারী আব্দুস ছাত্তারকে (৪৬) গ্রেফতার করেছেন। চোরাকারবারী আব্দুস ছাত্তার সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি গ্রামের মৃত আজগর আলীর ছেলে ।
মঙ্গলবার (২৮) জুলাই ভোর পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্পের) সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার জাফলং এলাকা থেকে চোদ্দ লাখ বাইশ হাজার পাঁচশত টাকা মূল্যের ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও কসমেটিক্স সহ চোরাকারবারী আব্দুস ছাত্তারকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান উদ্ধারকৃত মালামাল সহ চোরাকারবারী আব্দুস ছাত্তারকে গোয়াইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।