জগন্নাথপুর টুডে ডেস্ক::
রাজশাহীর তানোরে গির্জায় আ’টকে রেখে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধ’র্ষণের অ’ভিযোগে ফাদার প্রদীপ গ্রেগরীকে (৪০) গ্রে’প্তার করেছে র্যা’ব।
মঙ্গলবার রাত ১২টার দিকে নগরীর বিশপ হাউজ থেকে তাকে গ্রে’প্তার করে তানোর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যা’ব-৫ এর রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান,
ধ’র্ষণের খবর জানতে পারার পর থেকেই প’লাতক প্রদীপ গ্রেগরীকে আ’টকের জন্য তারা প্রচেষ্টা শুরু করেন। পরে রাতেই তাকে বিশপ হাউজ থেকে গ্রে’প্তার করা হয়। এরপর তাকে তানোর থানায় সোপর্দ করা হয়েছে।