স্টাফ রিপোর্টার:-
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গঁনে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।
এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
জ.টুডে/ মো: আব্দুল হাই