স্টাফ রিপোর্টার:-
“বাংলাদেশের প্রশাসন, আপনার পাশে সর্বক্ষণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে করোনা সংক্রম সুরক্ষায় মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সুনামগঞ্জ পুরাতন বাসস্টেশন এবং ট্রাফিক পয়েন্ট এলাকায় পথচারী, হতদরিদ্র, শিশু কিশোর সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনদের মধ্যে মাস্ক বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।
মাস্ক বিতরণকালে জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন বলেন, মহামারি করোনা সংক্রমন থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরিধান জরুরী। করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের গণবিজ্ঞপ্তির আদেশ পালনে তিনি জনসাধারনের প্রতি আহবান জানান।
জ.টুডে/ মো: আব্দুল হাই