স্টাফ রিপোর্টার:-
সদ্য প্রয়াত সুনামগঞ্জের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক হাসান শাহরিয়ার কে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক- ২০২১ প্রদান করা হয়েছে। শনিবার ” বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ” শীর্ষক সেমিনারে প্রেস কাউন্সিল পদক দেয়া হয়।
এ উপলক্ষে তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পদক ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান জনাব সৈয়দ রেজাউর রহমান সভাপতিত্ব করেন। তথ্য মন্ত্রী ডঃ হাসান মাহমুদ প্রধান অতিথি হিসাবে পদক প্রদান করেন। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী,নঈম নিজাম,
সৈয়দ ইশতিয়াক রেজা ও তথ্য সচিব মকবুল হোসেন বক্তৃতা করেন। প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ার এর অগ্রজ আইনজীবী কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী তার পক্ষ থেকে পদক গ্রহণ করেন। উল্লেখ্য যে হাসান শাহরিয়ার সাংবাদিক ও রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরীর কনিষ্ঠপুত্র। শাহরিয়ার গত ১০ই এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন।