সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর -শান্তিগন্জ আসনের সংসদ সদস্য
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, , নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। শক্ত হাতে দমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে সরকার।
মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারা দেশে প্রতি টি গ্রামে শহরের সব সুযোগ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। উন্নয়নের ধারাবাহিতা অক্ষুণ্ন রাখতে জনসাধারণের প্রতি আহবান জানান। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোঃ আব্দুল হাই জানান ঃ- আজ শুক্রবার সকালে ছাতক উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনীঅনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা গয়াছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু,
সাইদুল ইসলাম শামীম ও মাহফুজুর রহমানের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন
ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান,এ এসপি সার্কেল বিল্লাল হোসেন, থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহ আরো অনেকে। এদিকে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ছাতক উপজেলার কালিপুর-জগন্নাথপুর আর এইচ ডি ভায়া হায়দর পুর সড়ক উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মোঃ আব্দুল হাই তাং ২৫/০২/২০২২