মো: আব্দুল হাই:-
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহি সু-প্রাচীন মঈনপুর গ্রামে ইসলামী দ্বীনি শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান ভিলেজ একাডেমি মঈনপুরের আয়োজনে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, সাপ্তাহিক শাখা কেন্দ্র ভিলেজ একাডেমি এর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দু’আ মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল ১০টায় বর্ণিল সাজে সাজানো ভিলেজ একাডেমির মাঠে উৎসাহ উদ্দীপনায় আনন্দমূখর পরিবেশে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী আমন্ত্রিত অতিথি এবং এলাকাবাসীর সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। নজরুল-মাহবুবা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মঈনপুর গ্রামের প্রবীণ মুরব্বী ভিলেজ একাডেমির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জহিরুল হক দূখূ মিয়ার পিতা আলহাজ্ব নজরুল হক ঠাকুর মিয়ার সভাপতিত্বে, মো: মামুনুর রশীদ ও শামস মাহবুবের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভিলেজ একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল হক দুপুর মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান, পালপুর জালালিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, জাহিদপুর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুক্তার আহমদ, সহকারী শিক্ষক মাওলানা রফিক আহমদ, বাদে দেওরাইল কামিল মাদরাসা ফুলতলীর সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মঈনপুন গ্রামের মাষ্টার মোশাহিদ আলী, মঈনপুর গ্রামের হাফিজ হুসমত আলী, মো: নুরুল ইসলাম, ইউপি সদস্য মো: আলাল মিয়া, ভিলেজ একাডেমির দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সাপ্তাহিক শাখার সহ-সভাপতি মো: সৈয়দ মিয়া, কোষাধ্যক্ষ মো: আব্দুল মজিদ কিনু মিয়া, মঈনপুর গ্রামের মো: এমদাদুল হক ছালিক, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আতিক উল্ল্যা, লক্ষীপাশা হাফিজি মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুল বাছিত, মরম আলী হাফিজি মাদরাসার শিক্ষক হাফিজ আতা উল্ল্যা সহ আরো অনেকে।
বক্তারা বলেন মঈনপুর গ্রামে ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান ভিলেজ একাডেমি ইসলামী দ্বীনি শিক্ষার ক্ষেত্রে একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে স্বনাম বয়ে আনবে। সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় এবং প্রতিষ্ঠানের সফল অগ্রযাত্রায় ভিলেজ একাডেমির প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ঠদের প্রতি অভিনন্দন জানান।
ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন রিসালা সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। চ্যানেল এস শিল্পী গোষ্ঠি সদস্য মো: রুহুল আমিন, সদস্য মো: বেলাল আহমদ, সাউথ ছাতক শিল্পী গোষ্ঠি সদস্য মো: গোফরান আহমদ, সাউতুল ক্বালব শিল্পী গোষ্ঠির সদস্য গোলাম রব্বানী।
এসময় বিশ্বের মুসলিম উম্মাহসহ ভিলেজ একাডেমির সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভিলেজ একাডেমির হাফিজ মাওলানা তাওহিদুল হক। পরে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার এবং অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।
ভিলেজ একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল হক দুপুর মিয়া জানান, শিক্ষার্থীদের তুলনায় আসন সংখ্যা সীমিত থাকায় নিজস্ব ভূমিতে প্রায় কোটি টাকা ব্যায়ে ৩তলা বিশিষ্ঠ একাডেমিক ভবন নির্মাণ কাজ দৃশ্যমান রয়েছে। ব্যতিক্রমী এই প্রতিষ্ঠানে শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়েসী নারী-পুরুষদের সহীহ কোরআন শিক্ষা দেয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের হোম ওয়ার্ক ক্লাব এর মাধ্যমে গণিত, ইংরেজী ও বিজ্ঞান বিষয়গুলোতে ফ্রি টিউশন দেয়া হয়।
এছাড়াও ইয়ুথ ক্লাবের মাধ্যমে খেলাধূলা ও এন্টারটেইনম্যান্ট এর সুযোগ সুবিধার পাশাপাশি ফ্রি-ফুড, বুকস্, ইউনিফর্ম এবং গরীব শিক্ষার্থীদের জন্য আর্থিক সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান একাডেমির কার্যক্রম পরিচালনায় সম্পূর্ন পারিবারিকভাবে তাদের শতবর্ষী গর্বিত পিতা নজরুল হক ঠাকুর মিয়া ও রতœগর্ভা মা মাহবুবা খাতুন-এর নামে প্রতিষ্ঠা করা হয় নজরুল-মাহবুবা ওয়েলফেয়ার ট্রাস্ট।
প্রসঙ্গত:-সুনামগঞ্জ জেলার শিল্পনগরী খ্যাত ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহি সু-প্রাচীন মঈনপুর গ্রামের নজরুল হক ঠাকুর মিয়ার সন্তান বিশিষ্ঠ শিক্ষাবিদ যুক্তরাজ্য প্রবাসী জহিরুল হক দূখূ মিয়া কর্তৃক ২০১৬সালে প্রতিষ্ঠা করেন ভিলেজ একাডেমি। তিনি তার মঈনপুর গ্রামস্থ নিজ বাড়িতে পৃথক কয়েকটি কক্ষে একাডেমির কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্বল্পসংখ্যক শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও ব্যতিক্রমী এই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে একাডেমিতে ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছেন।