সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

ছাতকের জনতা মহা-বিদ্যালয়ের ৪ কোটি ৬০লাখ টাকা ব্যয়ে ভবণের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন

মো: আব্দুল হাই জগন্নাথপুর :-
বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্নাঢ্য আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক, এলাকাবাসী, জনপ্রতিনিধি, কবি-সাহিত্যিক এবং বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক নেতৃবৃন্দের সরব অংশ গ্রহনে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জনতা মহা-বিদ্যালয়-এর ৬০ লাখ টাকা ব্যায়ে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে নির্মিত একাডেমিক ভবনের তৃতীয় তলার উদ্বোধন ও সরকারি অর্থায়নে ৪কোটি টাকা ব্যায়ে নির্মিতব্য চারতলা বিশিষ্ঠ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

সোমবার (৯ মে) দুপুরে জনতা মহা বিদ্যালয়ের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুগোপযোগী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। এখন গ্রামঞ্চলেও উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর উঞ্চ ফুলেল শুভেচ্ছায় অভিভূত হয়ে তিনি বলেছেন আপনাদের অকৃত্রিম ভালবাসার কারনেই সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সফলভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আজীবন জনগনের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান।


জনতা মহা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আরো বলেন ছাতক উপজেলার মঈনপুর একটি আলোকিত এলাকা। জনতা মহা বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করে অনেকেই দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। এই এলাকার শিক্ষানুরাগীদের মহানুভবতা ও উদ্যোগের কারনেই এখন একটি পূর্নাঙ্গ কলেজে রূপ নিয়েছে প্রতিষ্ঠানটি। তিনি ছাতক উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্থি তুলে ধরে বলেন ভটের খালের ওপর অনেকগুলো ব্রীজ করা হয়েছে। বিনদপুর ও রাউলীতে আরো দুটি ব্রীজ স্থাপন করা হবে। এছাড়াও এলাকার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ সহ সর্বোপরী উন্নয়নে প্রতিশ্রæতি ব্যক্ত করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। জনতা মহা-বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের প্রভাষক রুহুল করিম শিবলুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহা-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর রমা বিজয় সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর কবির আহমেদ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী পারভেজ ইষেন, জনতা মহা-বিদ্যালয় গভর্নিং বডির দাতা সদস্য ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর ডিরেক্টর মুহিতুল বারী রহমান, শিক্ষানুরাগী সদস্য দোলারবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শায়েস্তা মিয়া, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আওলাদ আলী, উত্তর কুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমির উদ্দিন, বর্তমান সাধারন সম্পাদক গিয়াস মিয়া, মঈনপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সহ আরো অনেকে।

এসময় জনতা মহা বিদ্যালয় গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুল খালিক, রফিক উদ্দিন, ভিলেজ একাডেমি মঈনপুর-এর প্রিন্সিপাল শফিকুল হক দুপুর, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম, ফয়জুল বারী, মঈনপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান, আনজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হকসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক, অভিভাবক এবং এলাকার বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনসভায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন যুক্তিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক কবি রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহা-বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র সাদিক আলম, গীতা পাঠ করেন একাদ্বশ শ্রেনীর ছাত্রী পূরবী দাশ মুক্তা।
এদিকে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক স্বনামধন্য বিদ্যাপীঠ জনতা মহা-বিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌছলে শিক্ষক এবং শিক্ষার্থীরা তাকে উঞ্চ ফুলেল শুভেচ্ছা জানান। পরে মহা-বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook