র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃতে একটি অভিযানিক দল বুধবার (১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নতুন ভাংগা গ্রাম থেকে বিপুল পরিমান বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নতুন ভাংগা গ্রামের রাস্তায় ৯টি প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত ৪শ ৭৬ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। উদ্ধারকৃত পরিত্যাক্ত সিগারেট গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/ এইচ কে