র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের সিনিয়র এ এসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (২৯ আগষ্ট) এসএমপির দক্ষিণ সুরমা থানার সাধুর বাজার টেকনিক্যাল রোডস্থ পূবালী ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে
১শ ৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিন আহমদ (২৭) কে আটক করেছে। ধৃত আমিন আহমদ সিলেট জেলার এয়ারপোর্ট থানার লাখাউড়া গ্রামের মৃত শাহিদ আহম্মেদ’র ছেলে। বর্তমানের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ঘাটের চকি গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ সিলেট এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন সাধুর বাজার টেকনিক্যাল রোডস্থ পূবালী ব্যাংক এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১শ ৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিন আহমদকে আটক করা হয়। সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
দীর্ঘদিন যাবত সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে / এইচ কে