র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ আগষ্ট) সুনামগঞ্জ সদর থানার ধারারগাঁও গ্রামের হালুয়াঘাট রোডস্থ সামছুল হকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী দানা মিয়া (৬০) কে আটক করেছে।
ধৃত দানা মিয়া সুনামগঞ্জ সদর থানার মাইঝবাড়ি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। র্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দানা মিয়া দীর্ঘদিন যাবত যুব সমাজের নিকট নেশাজাতীয় ইয়াবা বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বিক্রয় করিয়া যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/এইচ কে