র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি অভিযানিক দল বুধবার (২৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায়
মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১শ ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়াকে (২৫) আটক করেছে। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মতিগঞ্জ ভুনবীর গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে।
র্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর মতিগঞ্জ বাজারে পাকা রাস্তার উপর থেকে ১৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: মামুন মিয়াকে আটক করা হয়।
আটককৃত মামুন মিয়া ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় করে, নিজ হেফাজতে রেখে মাদক সেবীদের নিকট পৌঁছে দিয়ে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/এইচকে