সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

সিলেটে সে ফাউন্ডেশনের শিক্ষক সম্মাননা পদক অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

বিশেষ প্রতিনিধি:
সিলেটে সে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ জগন্নাথপুর টাইমস পত্রিকার সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জগন্নাথপুরের সে-ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে অনন্য ভুমিকা রাখছে।

বিএ এমএ পাস করলে লেখা পড়ার গাইড লাইন পাওয়া যায়। কিন্তু গভীর জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হতে হয় গভীর অধ্যবসায়ের মাধ্যমে প্রচুর বই পড়ে জ্ঞান অর্জন করতে হয়। নিরবচ্ছিন্ন গবেষণামূলক অধ্যয়ন করে জ্ঞানী হতে হবে। মন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে ভাল মানের পড়া হয়। কিন্তু মাধ্যমিক স্তরে আরও বেশি মনোযোগী হতে হবে। আমাদের শিক্ষকদেরকে সে দায়িত্ব নিতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি অভিযাত হোটেলের হলরুমে সিলেট বিভাগের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সে ফাউন্ডেশনের উদ্যোগে সে ফাউন্ডেশন শিক্ষক সম্মাননা পদক, মিডিয়া অ্যাওয়ার্ড ও মেধাবী স্টুডেন্ট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, আজকে সে ফাউন্ডেশন শিক্ষকদের সংবর্ধনা দিয়ে গুরু দায়িত্ব পালন করছে।

পদক প্রদান করে অর্থাৎ শিক্ষকদের মর্যাদা দিয়ে, স্বীকৃতি দিয়ে অনেক বড় সামাজিক দায়িত্ব পালন করেছে। আমি ব্যক্তিগতভাবে এতে খুবই খুশি হয়েছি। তিনি সে ফাউন্ডেশনের এ কাজকে আরো গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। সে ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রধান শিক্ষক শাহজাদী খানমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া

অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, অধ্যাপক হোসনে আরা কামালী প্রমূখ। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সে ফাউন্ডেশন শিক্ষক সম্মাননা পদক প্রাপ্ত গুণী শিক্ষক মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, শাবি প্রবির অধ্যাপক ড. জফির সেতু, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোস্তাক আহমাদ দীন,

সিনিয়র শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার, উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকা, প্রধান শিক্ষক মো: আলা উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক ও সহকারী শিক্ষক ফিরুজা আক্তার নিপা। কবি ও প্রভাষক মামুন সুলতান ও প্রভাষক আব্দুর রহিমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে মিডিয়া অ্যাওয়ার্ড গ্রহন করেন দৈনিক সিলেটের ডাক’র স্টাফ রিপোর্টার এনামুল হক রেনু, দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর প্রতিনিধি ও

অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই ও সাংবাদিক জুবেল আহমদ সেকেল। ট্যালেন্ড স্টুডেন্ট অ্যাওয়ার্ড গ্রহন করেন মেধাবী শিক্ষার্থী সৈয়দা নুসরাত শারমিন ও সৈয়দ ফাহিম। বক্তব্য রাখেন শিক্ষক মিঠুন চন্দ্র দাশ। সমগ্র অনুষ্ঠান সহযোগিতায় ছিলো ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজ সিলেট।

জগন্নাথপুর টুডে/১৮

Spread the love
  • 11
    Shares

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook