নিজস্ব প্রতিনিধি::
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ১২৯টি প্রাইমারি স্কুলের মাঝে বিভিন্ন জাতের ২ হাজার গাছের চাড়া বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে চাড়া বিতরণের আগে সদর উপজেলা পরিষদের হলরুমে ১২৯টি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়ামিন নাহার রুমা।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল রহিম বাবর,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুলেমান মিয়া,কর্ণিকার মুক্ত স্কউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.এনামুল হক মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১২৯টি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের হাতে বিভিন্ন জাতের গাছের চাড়া তুলে দেন সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়ামিন নাহার রুমা।