স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ কর্মসূচি ‘লোকাল গভর্ন্যান্স ফর চিলড্রেন (এলজিসি)’ এর আওতায় উপজেলা পরিষদের নারী ও শিশু কেন্দ্রিক ৫ টি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ’র সভাপতিত্বে ও এলজিসি সুনামগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাসের পরিচালনায় এডভোকেসি সভায় বক্তব্য রাখেন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, ইউনিসেফ কনসালটেন্ট মো.ফাহিম আহমেদ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার, সমবায় কর্মকর্তা মো: মাসুদ আহমেদ, উপজেলা আনসার-ভিডিবি কর্মকর্তা মোছাম্মৎ নিলুফা চৌধুরী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মো: মনির উদ্দিন, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সফিকুল, উপজেলা কো-অর্ডিনেটর/সিফোরডি বেলাল হোসেন প্রমুখ। সভায় নারী ও শিশু কেন্দ্রিক ৫ টি স্থায়ী কমিটির সভার মাধ্যমে নারী ও শিশু কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম এর পদক্ষেপ গ্রহণ, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা করা এবং নারী ও শিশু কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য এলজিসি কর্মসূচির পক্ষ থেকে উপজেলা স্থায়ী কমিটির এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।