বুরহান উদ্দিন সুনামগঞ্জ :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশে এই প্রথম হাওরাঞ্চলের জনগণের জন্য নলকূপ ও স্যানেটেশনের জন্য বৃহৎ প্রকল্প গ্রহণ করেছেন শেখ হাসিনার সরকার। যার ফলশ্রুতিতে শুধুমাত্র জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা চান হাওরাঞ্চলের জনগণ হতদরিদ্র ও দুস্থ মানুষ যাহাতে করে পানি ও স্যানিটেশন সমস্যায় না ভোগে।
ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলে নলকূপ ও স্বাস্থ সম্মত স্যানিটেশন স্থাপনের জন্য আরও ৫শ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। যা দেশের প্রতিটি হাওরাঞ্চলের বাস্তবায়িত হবে।
মন্ত্রী বলেন, দেশে ঢাকা শহর সহ প্রতিটি এলাকায় অবৈধ ব্যবসার নামে ক্যাসিনো ব্যবসা করে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং বিচারের জন্য সোর্পদ করা হচ্ছে। শেখ হাসিনার নির্দেশেই এসব শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজেন “স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি,পান করলে নিরাপদ পানি, সুস্থ থাকবো সবাই জানি” এই প্রতিপাদ্য নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে ৫০ কোটি টাকা ব্যায়ে ৪ হাজার গভীর নলকূপ স্থাপনের প্রথম পর্যায়ে উপজেলার দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৫শত হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোখলেছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন প্রমুখ।