সুনামগঞ্জ প্রতিনিধি:
“বেশী করে গাছ লাগাই, নিজের চারপাশ নিজেই সাজাই” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কর্ণিকার মুক্ত স্কাউট্স গ্রুপের আয়োজনে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গনে ২০০ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করেন কর্ণিকার মুক্ত স্কাউট্স গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন। এ সময় শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন আক্তার খানম, সহকারী প্রধান শিক্ষক হাশমত আরা বেগম, সাবিহা সুলতানা,মোছা.নাদিরা বেগম, মোছা.নাসিমা বেগম,সামছ নিগার সুলতানা,তাহমিনা আক্তার তান্নি,কর্ণিকার মুক্ত স্কাউট্স গ্রুপের যুগ্ম-সম্পাদক এ.এস মাহবুব,জেলা রোভার স্কাউটসের সিনিয়র রোভারমেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, মিতা তালুকদার, কর্ণিকার মুক্ত স্কাউট্স গ্রুপের সহ-সম্পাদক তাহের আলী, দপ্তর সম্পাদক মো.লুৎফুর রহমান,সদস্য সুমাইয়া জাহান, সাহিদা আক্তার সীমা, মো.সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও চারা বিতরণ শেষে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।