স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দেশবাসী সহ সুনামগঞ্জ জেলার সকল হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে উৎসবটি সকলকে আনন্দময় করে তুলবে। এ প্রত্যাশায় দেশ ও জাতির উন্নয়ন সমৃদ্ধিতে প্রার্থনা করার জন্য হিন্দু ধর্মালম্বীদের প্রতি আহবান জানান। তিনি শারদীয় দুর্গোৎসবে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।