সুনামগঞ্জ অফিস:
ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র আবরার ফাহাদ কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০অক্টোবর) বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে আলফাত ভবনের সামনে পুলিশ বাধাঁ দেয়। ফলে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সামসুদ্দোহা সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ ইউসুফ ফরহাদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহামন হাবিব, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুমিত ইসলাম, জেলা ছাত্রদল নেতা আনোয়ার আলম, উবায়দুল ইসলাম, রমজানুল করিম পাপান, হুসিয়ার আলম, পারবেজ, মনির, শ্রাবণ আলম, শাহ রাহুল, মাহমুদুল হাসান নাঈম, আজগর, তৌহিদ রহমান, আকমল হোসেন, মুমিনুর রহমান পীর শান্ত, ওমর ফারুখ, সাদিকুর রহমান চৌধুরী, মাসুম আহমদ, সুজাত, আতাউর করিম, নাঈম ইসলাম শিশির, শাহাব উদ্দিন, আতাউর রহমান সায়েম, মামুন সারওয়ার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার নিজের মাতৃভূমির পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাকে পিটিয়ে হত্যা করেছে। এমন নির্মম হত্যাকান্ডে দেশের মানুষ কষ্ট পেয়েছে। এই খুনিদের অবিলম্বে ফাসির দাবি করেন বক্তারা।