সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় সংসদের বিরুধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর মিসবাহ এমপি বলেছেন, শিশু হত্যা,মাদক,জঙ্গি, সন্ত্রাসসহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থান নেয়ার আহবান জানিয়েছেন।‘মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। আইনের প্রতি জনগণকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। পুলিশ জনগণ ভাই ভাই হলে সমাজ এগিয়ে যাবে। সাধারণ মানুষ সেবা নামে যাতে হয়রানি না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে, থানায় যে কেউ অভিযোগ নিয়ে আসুক না কেন তাদের সাথে খারাপ আচারণ করা যাবেনা, তাদের সাথে বন্ধু স্বরুপ আচরণ করতে হবে, মনে রাখতে হবে সাধরণ মানুষের সেবা করাই আপনাদের মূল্য লক্ষ্য।
শনিবার ( ২৬ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে“পুলিশই জনতা,জনতাই পুলিশ”“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার মো.মিজানুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, বীরমুক্তযোদ্ধা মো.আব্দুল মজিদ প্রমুখ। শুরুতেই জেলা শিল্পকলা একাডেমী থেকে র্যালীটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিনলায়তনে গিয়ে র্যালীটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং’এ বিশেষ অবদান রাখায় সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।#