টুডে ডেস্ক:
দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য সচিব আবদুল মালেক। সোমবার পিআইবি সেমিনার কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত পটুয়াখালী জেলার সাংবাদিকদের জন্য টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্য সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে পটুয়াখালীসহ দেশের দক্ষিণাঞ্চল এখন অথনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি মেগাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পটুয়াখালীর উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে।’
অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসাবে পিআইবি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। মোবাইল ও ডেটা সাংবাদিকতার মতো নতুন নতুন বিষয়ের উপর সাংবাদিকদের প্রশিক্ষণের আয়োজন করছে পিআইবি।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। অনুষ্ঠান শেষে তথ্য সচিব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন। গত ২ নভেম্বর থেকে শুরু হয়ে তিনদিনব্যাপী টেলিভিশন বিষয়ক প্রশিক্ষণে পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনের মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন