স্টাফ রিপোর্টার::
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাধারন মানুষকে সচেতন করতে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় সিভিল সাজর্ন ডা: মো: শামস উদ্দিনের নেতৃত্বে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডা: মো: খালিদ বিন লুৎফুর,ডেপুটি সিভিল সার্জন ডা: মোহাম্মদ আশরাফুল হক,আর এমও ডা: রফিকুল ইসলাম,মেডিকেল অফিসার সজীব কবির ভূইয়া,সুনামগঞ্জ পরিবার করিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: আব্দুল মোমেন,সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো: ওমর ফারুকসহ সদ্য নিয়োগপ্রাপ্ত সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকতাবৃন্দ।
সিভিল সার্জন ডা: মো:মো: শামস উদ্দিন জানান, প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে সুনামগঞ্জ সদর, জগন্নাথপুর,ছাতক, দিরাই এলাকার অনেক লোকজজন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব বিশ্বে প্রকোপ আকার ধারন করায় অনেক বিদেশীরা দেশে ফিরতে শুরু করেছেন। ফলে সাধারন জনগনের মধ্যে একটি আতংঙ্ক কাজ করলেও সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ইতালিসহ বিভিন্ন দেশ থেকে আগত ২শ ৯৭জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি বলেন,এই ভাইরাস থেকে জনসাধারনকে সচেতন করতেই লিফলেট বিতরণ করা হচ্ছে। জনসাধারন সচেতন হলেই করোন ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য সকলেই হাত পা সাবান দিয়ে ভাল করে পরিস্কার করে থাকা জরুরী। পাশাপাশি জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর থেকে শহর ও গ্রামগঞ্জের হাটবাজারে ঔষধের দোকান,নিত্যপ্রয়োজনীয় কাচামালের দোকান ছাড়া সকল প্রকার দোকানপাঠ সুপার মার্কেট বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।