স্টাফ রিপোর্টার:
জেলার ১১ উপজেলা ও সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাক্তারদের জন্য ৬৫ টি পিপিই প্রদান করেছেন জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। আজ বৃহস্পতিবার সকালে পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিনের হাতে এই পিপিই তুলে দেন।
এসময় সুনামগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা: মো: আশরাফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৌমিত্র চক্রবর্তী , জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধূ সুধন ধর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিন,
দিরাই উপজেলা স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রফিকুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সুনামগঞ্জ সদর হাসপাতালে জ¦র, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগীদের চিকিসা প্রদানের জন্য পৃথক চিকিৎসা কর্ণারের উদ্বোধন করা হয়।