নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে প্রদত্ত ২৫০ জন অসহায়, গরীব ও দুঃস্থ মহিলাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি বিতরণ করেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এড. শামীমা আক্তার খানম।
শনিবার (২৩ মে) দুপুর ১ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুঃস্থ ২৫০ জন মহিলার মাঝে এই শাড়ি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, জামালগঞ্জ উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উপজেলা যুবলীগের নেতা হুমায়ুন কবির, জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিরিন আহমেদ সহ কৃষকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।