নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের রাজনগর কুরবাননগর ও হাছনপুর গ্রামে বুধবার বিকালে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্।
এসময় তিনি বলেন আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় শতভাগ বিদ্যুত লাইন সম্প্রসারণের কাজ সমাপ্ত করা হয়েছে। গ্রাহক পর্যায়ে শতভাগ বিদ্যুত সংযোগ প্রদানের কাজ চলছে।
তিনি বলেন এখনও যে সকল গ্রাহক বিদ্যুত সংযোগ পাননি তারা পল্লী বিদ্যুত অফিসের সাথে যোগাযোগ করবেন, প্রতিটি ঘরেই বিদ্যুত পৌঁছে দেওয়া হবে।এই তিনটি গ্রামে বিদ্যুতায়িত করার মধ্য দিয়ে আজকে কুরবাননগর ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়িত হল। এটি আমাদের জন্য গৌরবের।
বিরোধী দলীয় হুইপ আরো বলেন, বিদ্যুতের আলোয় আপনার ঘর আজ আলোকিত হয়েছে কিন্তু প্রকৃত আলো হল শিক্ষার আলো আপনার সন্তানদের কে শিক্ষার আলোয় আলোকিত করার মাধ্যমে আপনার ঘর ও সমাজকে আলোকিত করবেন এটাই প্রত্যাশা করি।শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা দিচ্ছেন উপবৃত্তি দিচ্ছেন এই সুবিধাগুলো কাজে লাগান সন্তানকে আলোকিত মানুষ হিসাবে তৈরী করুন।
তিনি বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের উন্নয়নে কাজ করছি। সকল উন্নয়নই হবে আপনারা সহযোগিতা করবেন।এসময় তিনি করোনা প্রতিরোধে সকলকে মাস্ক ব্যবহার ও হাত ধোয়া সহ স্থাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন।কুরবাননগরের সকল গ্রামকে পাকা সড়কের আওতায় নিয়ে আসা হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত সুুনামগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম (সদস্য ও সেবা) শাহরিয়ার জামিল সুুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু,কুরবাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলী।
উপস্থিত ছিলেন কুরবাননগর ইউপি সদস্য নুরুল হক,মানিক মিয়া আওয়ামীলীগ নেতা সারাজ মিয়া কুরবাননগর জাপার আহবায়ক আলী নুর মিয়া জাপানেতা সাইফুল ইসলাম,জিয়ানূর হাছনপুর গ্রামের মুরব্বী ওদুদ মিয়া রাজনগর গ্রামের মুরব্বী নুরমিয়া মড়ল প্রমুখ।
উল্লেখ্য কুরবান নগর রাজনগর ও হাছনপুর গ্রামে ২ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ৪,২৬৮ কিঃমিঃ লাইন নির্মাণ করা হয়েছে যার মাধ্যমে ১৫৩ জন গ্রাহক কে প্রাথমিক ভাবে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে।