সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সিনিয়র আইনজীবী আজিজুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার(২৪ জুন) রাত সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।তিনি স্ত্রী ও ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজিজুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মোহনপুর গ্রামের মরহুম মখলিছুর রহমান চৌধুরীর দ্বিতীয় ছেলে।
আজিজুল ইসলাম চৌধুরী ১৯৯২ সালের ১০ মে অ্যাডভোকেট হিসেবে বার কাউন্সিলে সনদ লাভ করেন। পরে একই বছরের ২৯ আগস্ট সুনামগঞ্জে জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। সোমবার বাদ আছর পৌরশহরের কেন্দ্রিয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে মোহাম্মদপুরস্থ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট,
জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জিউয়াউল ইসলাম,
চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল,জেলা ক্রীরীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ,
দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেটর জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা ছাএ দলের সভাপতি মো.রায়হান উদ্দিন।
জ.টুডে-২৫জুন২০১৮/বিডিএন