স্টাফ রিপোর্টার::
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের অসচ্ছল সংস্কৃতিসেবীদের এবং অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ২৮জন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
আজ রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি তহবিল থেকে অসচ্ছল সংস্কৃতিসেবীদের এবং সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ২৮জন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তার চেক পৃথক ভাবে বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
পৃথক ভাবে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা,
সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, জেলা কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী সহ সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।