সুনামগঞ্জ প্রতিনিধি:-
রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহায়তায় এবং সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণবাটাঘাট ও তাহিপুর উপজেলার সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ টি পরিবারের মাধ্যে ১প্যাকেট সেমাই, ২৫০ গ্রাম দুধ, কেজি ময়দা, ১লিটার তেল, ১ কেজি চিনি, আধাকেজি ডাল, আধাকেজি লবণ ও ১০ প্যাকেট করে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার ত্রাণ বিতরণের উদ্বোধন করেন, কার্যনির্বাহী সদস্য হায়দার চৌধুরী লিটন।
এসময় উপস্থিত ছিলেন,কার্যনির্বাহী সদস্য মো: এমদাদুল হক শাহজাহান,ইউনিট লেভেল অফিসার কানিকা তালুকদার, আজীবন সদস্য আলমতাজ বেগম রুপি,সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু,
মো: ফারুখ আহমেদ, আবদুস সালাম, যুব প্রধান মাছুম আহমেদ, উপ-যুব প্রধান সোয়েব আবেদীন, গনসংযোগ ও বিভাগীয় প্রধান শাহজাহান আলম সিদ্দিকী, যুব সদস্য ফাহিমা বেগম, সুমন আহমেদ প্রমুখ।