স্টাফ রিপোর্টার::
লুঙ্গি পড়ে ছদ্ববেশে আন্ত: জেলা ডাকাত দলের সদস্য ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসিক আলী আসিদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর নির্দেশনায় থানার চৌকস , সাহসী ও দক্ষ সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এ এসআই আবু তালেব সহ শারফিন নগর মাওরাটিলা হাওর হইতে লুঙ্গি পড়ে ছদ্ববেশে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসিক আলী আসিদকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসিক ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
ছদ্ববেশে অভিযানকারী ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএস জানান: ডাকাত সর্দার আসিক আলী ৮ বছরের পলাতক আসামী ছাড়াও ছাতক সহ মৌলভীবাজার, কুলাউড়া থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
উল্লেখ্য : এর আগে উপ-পরিদর্শক (এসআই ) হাবিবুর রহমান পিপিএম ভিক্ষুক সেজে সিলেট বিভাগের চার জেলার আন্ত: জেলা ডাকাত দলের সর্দার ১৩ মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত লেছু মিয়াকে (৪০) গ্রেফতার করেন। সে ছাতক পৌর শহরের বাঁশকলা এলাকার মৃত ফজর আলীর ছেলে।