বুরহান উদ্দিন, সুনামগঞ্জ ::
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংগঠিত গণধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) সকালে দিরাই উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে দিরাই থানা পয়েন্টে মানববন্ধনে বক্তব্য রাখেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান মিজান,
জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরউদ্দিন আহমদ, নুরুল আজিজ, প্রভাষক মোস্তাক রহমান,দিরাই উপজেলার সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব মোহাম্মদ মাইদুল ইসলাম সোহাগ,মোহাম্মদ মশিউর রহমান,মো.তাজ উদ্দিন, মো.মিজানুর রহমান পারভেজ,
মো.মোস্তাকুর রহমান, মাওলানা নোমান, মো.মোশাহিদ মিয়া, সুজাউল হক, জহির রহমান, মোনায়েম খান, সালমান মিয়া, মো.মনির সরকার, মো. আলীনুর মিয়া, মো.শাহাদাত হোসাইন, মো.জুহান, মো.শাহিন মিয়া, মো.জুসেফ মিয়া, মো.সাব্বির, মো.রিফাত মিয়া, মো জসিম মিয়া, আশিক আলী, রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংগঠিত গণধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, আর কোন নারী ধর্ষণের শিকার যাতে না হয় আমাদের সকল অভিবাকদেরও সচেতন হওয়ার আহবান জানান।