সুনামগঞ্জ প্রতিনিধি:
দুর্গা পূজার প্রথম দিন মহাসপ্তমীতে সুনামগঞ্জ পৌর শহরের শ্রীরামকৃষ্ণ আশ্রমের দুর্গা পূজায় শতাধিক দরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে দুর্গা পূজা মন্ডপের সামনে এসব শাড়ি বিতরণ করা হয়। শাড়ি বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ান্দজী মহারাজ,আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে,
সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ,সহ-সভাপতি অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায়, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক অলক দত্ত পুরকায়স্থ,সদস্য কার্তিক চন্দ্র রায়,বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি পরিমল তালুকদার,
সুনামগঞ্জ কৃষি ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা রাজিব সাহা, প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র দাস প্রমুখ। আলোচনা সভা শেষে হিন্দু,মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের শতাধিক দরিদ্র নারীর হাতে শাড়ি তুলে দেন পৌর মেয়র নাদের বখত ।
জ টুডে/২৪/১০/২০২০