বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে সিলেট বিভাগে করোনায় ৭ জনকে নিয়ে এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৪৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৯১, সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগের চার জেলায় গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৯ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত থেকে মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৭২ জন।
সূত্র——ইত্তেফাক