জল জোছনার শহর সুনামগঞ্জে বেড়ে উঠা দেশবরণ্য প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের নামে শহরের একটি সড়কের নামকরনের উদ্বোধন শেষে তার স্বরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের আয়োজনে সড়কটির নামকরণের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গীবর আব্দুল কাদের সিদ্দিকীসহআগত অতিথিবৃন্দরা ।
পরে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে শোকসভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও জুবের আহমদ অপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু,জাতীয়পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু,নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,,সুনামগঞ্জ ৫ আসনের এমপি মহবিুর রহমান মানিক,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য , জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান,জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট,পুলিশ সুপার মো, মিজানুর রহমান বিপিএম, যুুুুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সিনিয়র রহমান ফারুক, সিনিয়র সাংবাদিক প্রনব সাহা,সাবেক কৃতি ফুটবলার কায়সার হাবিব, রাকসুর ভিপি রাগিব হাসান মুন্না প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, হাওরপাড় থেকে বেড়ে উঠা দেশবরণ্য কলামিষ্ট ও প্রথিতযশা সাংবাদিক পীর হাবিবুর রহমান তিনি দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিকামী মানুষের পক্ষে সবসময় আপোষহীনভাবে সকল ভয়ভীতির উধের্ব থেকে অত্যন্ত সাহসিকতার সাথে সততার সাথে কলম সৈনিক হিসেবে সাংবাদিকতা করে গেছেন। তিনি তার সাহসী কলম দিয়ে বর্হিবিশ্বে সুনামগঞ্জকে পরিচিত করে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের কথা এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেয়া যায় সেই লক্ষ্যে তিনি অবিরাম কলম চালাতেন। তিনি অন্যায়ের সাথে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কখনো আপোষ করেননি। তিনি পাকিস্থানীর দোসর রাজাকার আলবদর ও জঙ্গীদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে গেছেন। নেতৃবৃন্দরা আরো বলেন,তিনি বঙ্গবন্ধু ও তার আর্দশকে ভালবাসতেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যে উন্নয়নের রোডম্যাপ ও কর্মকান্ডগুলোর মাধ্যমে একটি স্বনির্ভর সোনার বাংলা গড়ে তুলতে তার অবস্থান থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশের অসহায় ও নির্যাতিত মানুষজনের কল্যাণে লিখে গেছেন। তিনি বাংলাদেশসহ বিশ্বে সুনামগঞ্জের সুনামকে তুলে ধরেছেন।
প্রথিতযশা সাংবাদিক পীর হাবিবুর রহমানের অকাল প্রয়ানে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।শোকসভায় প্রয়াত পীর হাবিবুর রহমানের বড় ভাই অ্যাডভোকেট পীর মতিউর রহমান,ছোট ভাই সুনামগন্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবা,ছেলে আহনাফ ফাহমিন অন্তর,মেয়ে রাইসা নাজ চন্দ্রস্মিতা বক্তব্য রাখেন। জটুডে/ আব্দুল হাই