স্টাফ রিপোর্টঃ-
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান,।
মতবিনিময় সভায় দেশের চলমান উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিষদ আলোচনা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ, সুনামগঞ্জ জেলার সভাপতি নুরুল হুদা মুকুট,সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান্ শাহ,পৌরসভার মেয়র মেয়র নাদের বখ্ত,সহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
জটুডে/ এ হাই