র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃতে একটি আভিযানিক দল শুক্রবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিতিত্তে ছাতক উপজেলার কেশবপুর পয়েন্টের হযরত শাহজালাল (রহঃ) ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী ছাতক উপজেলার বাউশা গ্রামের মৃত ফজর আলীর ছেলে আকল মিয়া (৩৬)।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান বিজ্ঞপ্তিতে জানান, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কেশবপুর পয়েন্টের হযরত শাহজালাল (রহঃ) ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আকল মিয়াকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আকল মিয়া দীর্ঘদিন যাবত যুব সমাজের নিকট নেশাজাতীয় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর টুডে/বিপ্লব