ডেস্ক রিপোর্ট ঃ
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে ইফতার মাহফিল ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ সমাজসেবক সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সভাপতি প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিজিল মিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবুল খয়ের। মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর শহরের কৃতি সন্তান বৃটিশ পার্লামেন্টের সংসদ সদস্য আফসানা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, উপদেষ্টা এডভোকেট আবিদ আলী, শফিকুল ইসলাম, মুজিবুল হক মনি, ডাক্টার সৈয়দ মাসুক আহমদ, ট্রেজারার আব্দুস সালাম সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, সহ সভাপতি ইলিয়াছ মিয়া, আব্দুল মান্নান, আব্দুল কাহার, আশরাফুল ইসলাম, আংগুর আলী, চন্দন মিয়া, মাহমুদ আলী,হেলাল মিয়া প্রমুখ।
বক্তারা স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন,এবং বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘয়ু কামনা করেন।এছাড়াও স্বাধীন সার্বো ভৌম বাংলাদেশ সারা বিশ্বে একটি মর্যাশীল রাস্ট্রে স্বীকৃত হওয়া শুকরিয়া জ্ঞাপন করে, সিয়াম সাধনার এবং আত্মশুদ্ধির এই মাসে বিশ্বের সকল মুসলিম উম্মার নেক হায়াত এবং শান্তি কামনা করা হয়।
এসময় সুনামগঞ্জ জেলা সমিতির যুগ্ম সম্পাদক মুস্তাকুজ্জামান খোকন, আব্দুল কাদির, সাইফুল আলম সুফিয়ান, আবলুছুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পাবেল মিয়া,কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল খায়ের, শিক্ষা সম্পাদক কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ সুমন আহমেদ, শফিউল আলম বাবু, শরিফুল্লাহ, সৈয়দ শফর আলী,সৈয়দ হিলাল সাইফ, সৈয়দ জামিল আহমেদ, বিপ্লব সরদার, হুমায়ুন সরদার, ফজলু মিয়া, আজাদ মিয়া সহ
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সুনামগঞ্জ জেলা সমিতির সদস্যবৃন্দ,কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের শিক্ষা সম্পাদক কামাল হোসেন।
জটুডে/ এহাই