স্টাফ রিপোর্টঃ
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের সুনামধন্য বিদ্যাপীঠ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৭ ফেব্রুয়ারি বুধবার উদ্বোধন হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুজ জাহের জানান সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল্যান্ড শাখার সহ সভাপতি আলহাজ্ব আকমল খাঁন। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহ্জ্বা আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসি মোঃ মোশারফ খান। ২৮ ফেব্রুয়ারি সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। বিশেষ অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. এম মোখলেছুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোশারফ খাঁন। ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংম্কৃতিক প্রতিযোগিতায় সকলকে আমন্ত্রন জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আকমল খাঁন ও প্রধান শিক্ষক মোঃ আবদুজ জাহের।