মো: আব্দুল হাই:
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিরোপা জিতেছেন ইকড়ছই ফুটবল একাডেমী।কুবাজপুর গ্রামবাসীর আয়োজনে ও লন্ডন প্রবাসীদের অর্থায়নে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই ফুটবল একাডেমী ১-০ গোলে ওসমানী নগর থানার নুনু ফুটবল একাদশকে হারিয়ে ইকড়ছই ফুটবল একাডেমী শিরোপা অর্জন করে । হাজারো দর্শকের অংশ গ্রহনে মাঠের আশ পাশে সমর্থক ও দর্শকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে । খেলার শুরুতে ইকড়ছই ফুটবল একাডেমীর পক্ষে দেলোয়ার হোসেনের দেয়া ১ গোলে এগিয়ে যায় ইকড়ছই একাডেমী । খেলার দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে আক্রমন চালায় নুনু ফুটবল একাডেমীর খেলোয়াররা । একের পর এক আক্রমন করলে ইকড়ছই একাডেমীর রক্ষণভাগের খেলোয়ারদের ও গোলকিপার হাসান আদিলের দক্ষতায় ব্যর্থ হয় প্রতিপক্ষের আক্রমন । দর্শক ও সমর্থকদের আনন্দ উল্লাসে ৯০মিনিটের খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে শিরোপা জিতে নেন ইকড়ছই ফুটবল একাডেমী । খেলা শেষে শিরোপা অর্জনকারী ইকড়ছই ফুটবল একাডেমীকে প্রথম পুরস্কারের মটর সাইকেল এবং রানার্স আপ দল নুনু একাডেমীকে পুরস্কারের টেলিভিশন তোলে দেন প্রধান অথিতি জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবী সিদ্দিক আহমদ । পুরস্কার বিতরণী অনুষ্টানে তিনি বলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট সকল বয়সী লোকজনদের অত্যন্ত প্রিয় খেলা । তিনি আয়োজক ও খেলোয়ারদের প্রতি অভিনন্দন জানান । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব , জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া সাব্বির , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা , সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন , উপজেলা আওয়ামী লীগের সদস্য আনফর উল্লা, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ ,পৌর কাউন্সিলর আবাব মিয়া , জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন ,উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাহবুবুর রহমান ভূইয়া মাহবুব, ফুটবলার মিনার চৌধুরী , গোলাম কিবরিয়া জবলু প্রমূখ।