স্টাফ রিপোর্টার:-
সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলার ৪১টি মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপন হচ্ছে। ৫দিন ব্যাপী এ উৎসবের আজ রবিবার মহানবমী, আগামীকাল সোমবার বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে উৎসবটি সম্পন্ন হবে।
উপজেলার পৌর শহরসহ ৮টি ইউনিয়নের ৪১টি মন্ডপে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। দুর্গাপূজা সুষ্টু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করনে উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তারা এবং থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। দূর্গোৎসবে বিভিন্ন মন্ডপের দায়িত্বশীলরা জানান,
বৈশি^ক মহামারি করোনা ভাইরাস সংক্রমনের কারনে প্রতিটি মন্ডপে স্বাস্থ্য বিধি মেনে অত্যন্ত সু-শৃংখলভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শারদীয় দূর্গোৎসব চলছে। উপজেলার পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকায় আনন্দময়ী পূজা উদ্যাপন পরিষদের পূজা মন্ডপটি ব্যতিক্রমী আয়োজনে হাজারো পূর্নার্তী সহ ধর্মালম্বী লোকজনদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
একটি পুকুরের পানিতে ভাসমান পূজা মন্ডপে পুকুরের চারপাশে দর্শক গ্যালারী ছাড়াও পুরো পূজা মন্ডপটি আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি আনন্দময়ী সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিয়ন্ত্রন করছেন। আনন্দময়ী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, সাধারন সম্পাদক ব্যবসায়ী কাজল বণিক জানান, প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী ছাড়াও আইন শৃংখলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা আইন শৃংখলা নিয়ন্ত্রনে সার্বক্ষনিক পূজা মন্ডপ এলাকায় রয়েছেন। এদিকে রবিবার দুপুরে পৌর শহরের জগন্নাথ বাড়ি, আনন্দময়ী ও বাসুদেব বাড়ি দাস সম্প্রদায় সর্বজনীন পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া , ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সোহেল আহমদ , কাউন্সিলর গিয়াস উদ্দিন , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
টুডেএহাই-