লন্ডন সংবাদদাতা:-
কিশোরীকে ধর্ষণের দায়ে লন্ডনের কিংস্টনের আদালতের বিচারক ধর্ষক জিয়া উদ্দিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত জিয়া উদ্দিন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামের ও পূর্ব লন্ডনের মেনর পার্ক এলাকার বাসিন্দা ছামির আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, দন্ডপ্রাপ্ত জিয়া উদ্দিন একটি দোকোনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত থাকা অবস্থায় ওই দোকোনের কাস্টমার হিসেবে আসা অপ্রাপÍ বয়সের ৪ শেতাঙ্গ কিশোরীকে বিভিন্ন প্রলোভনে ধর্ষণ করে।
ধর্ষিতা শেতাঙ্গ এক কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে লন্ডন মহানগর পুলিশের তদন্তে ঘটনাটির সত্যতা প্রমানিত হওয়ায় কিংস্টনের একটি আদালত জিয়া উদ্দিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
প্রসঙ্গত দন্ডপ্রাপ্ত ধর্ষক জিয়া উদ্দিনের পিতা ছামির আলী বাংলাদেশে শাশুড়ীর সাথে অনৈতিক মেলামেশার কারনে গ্রাম্য শালিশে ধিক্কার জানানো হয়।