সুনামগঞ্জ প্রতিনিধি:-
উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ সচিব ও ইউডিসি উদ্যোক্তাদের নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় সুনামগঞ্জ সার্কিট হাউজে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।এছাড়াও বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার এস এম রেজাউল করিম, সহকারী প্রোগ্রামার স্বরূপ মুহুরী,ইএএলজির প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম, এলজিসি প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মিঠু রঞ্জন দাস, ইউনিয়ন পরিষদ সচিব মো.আব্দুল্লা আলমিন,জগন্নাথ বণিক,মিরা চন্দ্র, ইয়াসমিন হোসনে আরা প্রমুখ।