সুনামগঞ্জ প্রতিনিধি
নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশ গ্রহণে কমিউনিটি মেবিলাইজেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে বিসিক মাঠে ঐ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আকশেদ আলী সভাপতিত্বে ও জেলা সমন্বয়ক এ কে আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার আরিফ আদনান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মো আবুল হোসেন, জেলা ব্যবস্থাপক কাইয়ূম উদ্দিন,মাঠ সংগঠক হাকিমুল ইসলাম,কাউন্সিলর জাহানারা বেগম, শেলী চৌহান ময়না প্রমুখ।
শেষে অনুষ্ঠানে অংশ গ্রহণ করা সকলের মাঋে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।