র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (১আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে (৪৫) আটক করা হয়েছে।
আটককৃত জালাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মৃত কেলু মিয়ার ছেলে। র্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বেঙ্গাডোবা গ্রামের রাস্তার উপর থেকে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে আটক করা হয়।
এসময় জালাল মিয়ার নিকট থেকে ৪৮বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। জালাল মিয়া আটকের সংবাদে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।
উদ্ধারকৃত ফেন্সিডিলও আটককৃত আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/ এইচ কে