র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮জুলাই) সকাল সাড়ে ৬টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হাইওয়ে পানসী রেষ্টুরেন্টের সামন থেকে ২ পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে মৌলভী বাজার জেলার সদর উপজেলার আমরকুনা গ্রামের মৃত মকলিছ মিয়ার ছেলে মাহমুদ আলী (৩৮) ও আইনপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে মো: নওশেদ মিয়া (২৮)।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো: মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৯৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মাদক সেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, নিজ হেফজতে রেখে এবং পরে তাদের সৃষ্টি মাদক নেটওয়ার্ক এর মাধ্যমে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা শহরে গাঁজাসহ মাদক দ্রব্য বিক্রয় করার কথা স্বীকার করে।
শীর্ষ মাদক বিক্রেতা মাহমুদ আলী ও মোঃ নওশেদ মিয়াকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্থি প্রকাশ করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তি