র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে
হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ৩৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ডসহ মাদক ব্যবসায়ী তাজ উদ্দিন (২৫) কে আটক করে। ধৃত তাজ উদ্দিন হবিগঞ্জ জেলার বাহুবল থানার দৌলতপুর উত্তর পাড় গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
র্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন দৌলতপুর গ্রামস্থ যশমঙ্গল সরকারী প্রাঃ বিদ্যালয়ের সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে ৩৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ডসহ মাদক ব্যবসায়ী তাজ উদ্দিনকে আটক করা হয়।
তাজ উদ্দিন এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে /এইচ কে