জগন্নাথপুর টুডে-ডেস্ক:
যশোরে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। র্যাবের দাবি করে নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, আজ (শনিবার) ভোরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের বাগদা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় দু’টি মোটর সাইকেলকে গতিরোধের নির্দেশ দিলে ৬ আরোহী র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ ৩ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জগন্নাথপুর টুডে-১৯ মে ২০১৮/বিডিএন