মো: আব্দুল হাই::
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গ্রামীণ জনপদ এবং দরিদ্র নিম্ন আয়ের মানুষকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে উন্নয়ন প্রকল্পের উৎসব সৃষ্টি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশকে আধুনিক উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে যেতে শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে চার দিকে এখন শুধু উন্নয়নের খই ফুটছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ , স্কুল, কলেজ, মাদরাসা ,রাস্তাসহ ধর্মীয় সকল প্রতিষ্টানের উন্নয়ন এবং এদেশের মানুষের সুখ শান্তির জন্য শেখ হাসিনার সরকার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন । তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে এখনও ষরযন্ত্রে লিপ্ত রয়েছে । এসব দুষ্ট চক্রদের প্রতিহত করে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে জনসাধারণের প্রতি আহবান জানান । তিনি কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসার নতুন ভবন সহ বিভিন্ন উন্নয়ন এবং এলাকার সর্বোপরি উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন । মন্ত্রী শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার সীমান্তে নবীগঞ্জের কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসার আয়োজনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসা মাঠে বিশাল জনসভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন । বিশেষ অথিতির বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার , নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হোসেন, , কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সভাপতি ও বড় ভাকৈর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: খালেদ মোশাররফের সভাপতিত্বে ও নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় সাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা শামসুল হক , জগন্নাথপুর উপজেলার পৌর যুবলীগ নেতা ডা: নজরুল ইসলাম খোকন প্রমূখ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, হবীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ , জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন , নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল , জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ ,নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গবিন্দ দাম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান , পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাদেক হোসেন , নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল । পরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ খালেদ মোশাররফ।