র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (১৬ জুলাই) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাতুুন্ডা গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাতুুন্ডা গ্রামের আব্দুন নূরের ছেলে আব্দুল ছালাম (৩৫)।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাতুুন্ডা গ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ আব্দুল ছালামকে আটক করা হয়। আব্দুল ছালাম হবিগঞ্জ জেলার অন্যতম মাদক ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মাদক বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জ.টুডে ১৬ জুলাই ১৮/এইচ কে