ডেস্ক নিউজ:-
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সোমবার বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে রেকর্ড রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যখন আগুন লাগে তখন এজলাস চলছিলো। ফায়ার সার্ভিস পানি ছাড়া আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। যাতে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রক্ষা করা যায়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের দুটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।