স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী ইন্তাজ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ আরো ২জনকে গ্রেফতার করেছে। এনিয়ে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনুজ কুমার দাশের নেতৃত্বে এস আই কবির উদ্দিন, এস আই অনিক চন্দ্র দেব সহ পুলিশদল রানীগঞ্জ ইউনিযনের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে সেনু মিয়া (৩৮) ও বাগময়না গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শিপন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান গ্রেফতারকৃতরা গন্ধর্ব্যপুর গ্রামে প্রবাসীর বাড়িতে সংগঠিত ডাকাতির সাথে জড়িত। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে । তিনি জানান এর আগে ওই ডাকাতির ঘটনায় ডাকাত নুর উদ্দিন (২২), লায়েক মিয়া (২৫), বাচ্চু মিয়া (২৫), আক্তার হোসেন (৩০), ওয়াহিদ মিয়া (৫৫), সুমন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে ৫জন আদালতে ১৬৪ধারায় ডাকাতির ঘটনা স্বীকার করেছে।
প্রসঙ্গত, ২৮ এপ্রিল গভীর রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী হাজি ইন্তাজ মিয়ার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় প্রবাসী ইন্তাজ মিয়া বাদি হয়ে জগন্নাথপুর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।